Posts

Showing posts from November, 2018

এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিয়ো

Ekhon Tumi Kothay Aso Kemon Aso, Potro Dio এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিয়ো Bangla Lyrics: এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিয়ো৷ এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালী তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিয়ো৷ ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিয়ো৷ কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে পত্র দিয়ো, পত্র দিয়ো৷ আর না হলে যত্ন করে ভুলেই যেয়ো, আপত্তি নেই৷ নষ্ট ফুলের পরাগ মেখে গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে? আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি, এক মানবী কতোটা আর কষ্ট দেবে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কী আসে যায়? এক জীবনে কতোটা আর নষ্ট হবে, Banglish: Ekhon Tumi Kothay Aso Kemon Aso, Potro Dio Ek bikale melay kena kham khayali taal paakhata Khub nisite tomar hate kmn ase, potro dio. Calendarer kon patata amaar moto khub bathito Dagor chokhe takiya thake tomar dike, potro dio. Kon koth...